সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ৩০ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৫Rajit Das
কৌশিক রায়: মঙ্গলবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর বুধবার থেকে মেলা খুলে দেওয়া হয়েছে আমজনতার জন্য। এর আগে কলকাতার ময়দান, মিলনমেলা প্রাঙ্গণে মেলা হলেও বর্তমানে করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্ককেই 'বইমেলা প্রাঙ্গণ' হিসেবে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বছরের ৩৬৫ দিন হাতে থাকলেও ফি বছর ঠিক জানুয়ারি মাসের শেষেই শুরু হয় কলকাতা বইমেলা। কিন্তু কেন? কী রহস্য রয়েছে এর পিছনে?
আজকাল ডট ইনের কাছে তারই উত্তর ফাঁস করলেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। আসলে আন্তর্জাতিক কলকাতা বইমেলার সূচির সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বের অন্যান্য বইমেলার সূচিও। ত্রিদিব বাবু জানান, 'গোটা বিশ্বে যত আন্তর্জাতিক বইমেলা হয় প্রত্যেকটির সূচি নির্ধারণ করে দেয় আন্তর্জাতিক ক্যালেন্ডার। যাতে একটার সঙ্গে অন্যটার কোনওভাবে সংঘাত না হয়। সেই ক্যালেন্ডার মেনেই ১৯৮৩ সালে প্রথমবার কলকাতা বইমেলা বছরের এই সময়টায় শুরু করা হয়েছিল। তবে এখন আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে চলার অতটা বাধ্যবাধকতা নেই। কিন্তু মানুষ জানেন যে বছরের এই সময়টায় বইমেলা শুরু হবে। আমরাও ছোট থেকে জেনে আসছি জানুয়ারি মাসের শেষ বুধবার থেকে কলকাতা বইমেলা শুরু হবে। সে কারণে এটা আর বদলানো হয়নি।'
গিল্ড জানাচ্ছে, 'এই সময়টা নির্বাচিত হওয়ায় একটা বাড়তি সুবিধা রয়েছে। একে তো শীতকাল, ঘুরতে সুবিধা, অন্যদিকে বেশ কিছু ছুটিও থাকে বছরের এই সময়টায়।' কিন্তু এই সূচির কি কখনও অদলবদল হয়নি? গিল্ডের সভাপতির বক্তব্য, 'অবশ্যই হয়েছে। সাধারণ মানুষের জন্য বইমেলা। ওদের কথা আমাদের সবার আগে ভাবতে হয়। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বইমেলার সূচি পরিবর্তন হতে পারে। এর আগের বছর নির্বাচন ছিল যে কারণে পরিবর্তন করা হয়েছিল সূচিতে।' ত্রিদিব বাবু আরও জানালেন, ১৯৭৬ সালে ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা থেকে অনুপ্রাণিত হয়ে শুরু হয়েছিল কলকাতা বইমেলা। তবে সেই সময় আন্তর্জাতিক ক্যালেন্ডার বানানো হয়নি। সেই সময় বইমেলা অনুষ্ঠিত হত মার্চের শুরুতে। পরে ক্যালেন্ডার মেনে সেই সূচি বদলে এগিয়ে আনা হয় জানুয়ারি মাসে।